মালদা মেডিক্যালের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের দুই সদস্যের এক প্রতিনিধি দল। সিসি ক্যামেরা সহ ক্ষতিয়ে দেখলেন সমস্ত নিরাপত্তা ব্যবস্থার হালহকিকত।
আর জি করের ঘটনার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে আসলেন স্বাস্থ্য দপ্তরের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব রাহুল নাথ ও দীপঙ্কর ভৌমিক। এই দিন দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কিছুক্ষণের জন্য বৈঠক করেন। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা বিল্ডিং মাতৃভা বিভাগ সহ অন্যান্য বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বর সহ মালদা মেডিকেলের অন্যান্য আধিকারিকেরা।